বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

১৯টি পদে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি

মোট ১৯টি পদে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাভুক্ত বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে http://idra.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন আহ্বান করা যাচ্ছে।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নিয়োগ ২০২৫

  • চাকরির ধরনঃ সরকারি চাকরি
  • জেলা সমূহঃ সকল জেলা
  • নিয়োগ দাতা প্রতিষ্ঠানঃ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ
  • ওয়েবসাইটঃ https://idra.org.bd
  • শূণ্যপদঃ ১৯টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি-স্নাতকোত্তর
  • বয়সসীমাঃ ১৮-৪০ বছর পর্যন্ত
  • আবেদনের শেষ তারিখঃ ২৪ই মে, ২০২৫ ইং
  • আবেদনের মাধ্যমঃ টেলিটক অনলাইন পোর্টাল

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি

ক্রমিকপদের নামপদসংখ্যাশিক্ষাগত যোগ্যতাবেতন স্কেল
১।প্রোগ্রামার১টিকম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ০৪ (চার) বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রিগ্রেড-০৬
২।উপ-পরিচালক৫টিআইন, গণিত, পরিসংখ্যান, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিষয়ে ৪ (চার) বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান)গ্রেড-০৭
৩।সহকারী পরিচালক৫টিবিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান)গ্রেড-০৯
৪।কর্মকর্তা১টিস্নাতক ডিগ্রিগ্রেড-১১
৫।কম্পিউটার অপারেটর৫টিস্নাতক ডিগ্রি ও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।গ্রেড-১৩
৬।ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর২টিস্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটগ্রেড-১৬
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি

নিম্নবর্ণিত শর্তাবলিতে আবেদন ফরম পূরণ

১. আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলাসহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা রয়েছে অনলাইন আবেদন ফরমে এবং পরবর্তীতে হুবহু সেভাবে লিখতে হবে।

২. মুদ্রিত/হস্ত লিখিত কোন প্রকার আবেদন বা কাগজপত্র ডাকযোগে বা অন্য কোন উপায়ে প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না।

৩. ০১-০৪-২০২৫ খ্রি: তারিখে আবেদনকারীর সর্বনিম্ন বয়স ১৮ (আঠারো) হতে হবে এবং সর্বোচ্চ বয়সসীমা ০৪ নম্বর কলামে উল্লিখিত বয়স সীমার মধ্যে থাকতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

৪. এই নিয়োগ বিজ্ঞপ্তির ছকের ১, ৫ ও ৬ নং ক্রমিকে বর্ণিত পদসমূহ পূরণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের “সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯” অনুসরণ করা হবে।

৫. বিজ্ঞপ্তির ১ নং ক্রমিকে বর্ণিত পদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ের সমমান হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক অনুযায়ী কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, টেলিকমিউনিকেশন এন্ড ইলেট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এপ্লাইড ফিজিক্স, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এপ্লাইড ফিজিক্স এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ের প্রার্থীগণ যোগ্য বিবেচিত হবেন।

৬. বিজ্ঞপ্তির ১ ও ২ নং ক্রমিকে উল্লিখিত পদে আবেদনকারী প্রার্থীগণ অনলাইনে যথাযথ আবেদন দাখিল করত: আগামী ২২ জুন ২০২৫ থেকে ৩ জুলাই ২০২৫ তারিখের মধ্যে সকল শিক্ষাগত সনদ, অভিজ্ঞতার সনদ, নাগরিক সনদ, জাতীয় পরিচয়পত্র এবং প্রাধিকার সনদের সত্যায়িত কপি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কার্যালয়ে জমাদান করবেন।

৭. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।

৮. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান ও কোটা নীতি এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিধি-বিধানে কোনরূপ সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

৯. কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

১০. লিখিত/মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

১১. নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

১২. আবেদনের শর্তাবলিতে উল্লেখ করা হয়নি এরূপ ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।

১৩. IDRA নিয়োগ পরীক্ষা, ২০২৫-এর বিজ্ঞপ্তি, online-এ আবেদনপত্র পূরণের নিয়মাবলী, SMS-এর মাধ্যমে আবেদন ফি প্রদানের নিয়মাবলী ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি আবেদন সংশ্লিষ্ট ওয়েবসাইট http://idra.teletalk.com.bd, কর্তৃপক্ষের ওয়েবসাইট http://www.idra.org.bd ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট http://www.fid.gov.bd তে পাওয়া যাবে ।

বন্ধুদের সাথে শেয়ার করুন:

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *